ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শাকিল গ্রেফতার

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শাকিল গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এসআই রাসুল সামদানী আজাদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে নগরীর জিলা স্কুল মোড় থেকে তাকে গ্রেফতার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করে বলেন, পুরনো একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে যুবদল নেতাকর্মীদের দাবি, আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) দ্রব‍্যমূল‍্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা যাতে অংশ নিতে না পারে সজন্যই মূলত গ্রেফতার আতঙ্ক ছড়ানো হচ্ছে। সোমবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

LATEST POSTS