You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ছাত্রলীগের রাজনীতি না করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আমরণ অনশন করতে যাচ্ছে শিক্ষার্থীরা। বুধবার (২ মার্চ) সন্ধ্যায় নজরুল ভাস্কর্যের সামনে মৌন মোমবাতি প্রজ্জ্বলন করেছেন শতাধিক শিক্ষার্থী।
এ সময় তারা বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর সহ্য করব না। দ্রুত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। নয়তো বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসব। আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা প্রশাসনের নাকের ডগায় এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। আর আন্দোলন করতে আসায় আমাদের অনেকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তাদের অনুসারীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে বসে তামাশা দেখছে।
এদিকে, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ওয়ালিদ নিহাদের দেওয়া অভিযোগের মধ্যে থাকা একই বিভাগের অভিযুক্ত দুই নির্যাতনকারী ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মুমিন সরকার ও তানভীর আহমেদ তুহিনকে বিভাগ থেকে অবাঞ্চিত ঘোষণা করেছে উক্ত বিভাগের শিক্ষার্থীরা। শাস্তি না হওয়া পর্যন্ত বিভাগটির সকল ক্লাস পরীক্ষাও বর্জন করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
অপরদিকে নিহাদের দেওয়া অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা নিজেদের নির্দোষ দাবি করে আরেকটি চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।
অন্যদিকে ছাত্র নির্যাতন এবং অপ্রীতিকর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আহ্বান জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা চলমান থাকলে ভয় ও আতঙ্কের সংস্কৃতি সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।