জাককানইবির শিক্ষক ও প্রশাসনের হস্তক্ষেপে রোববার পর্যন্ত অনশন স্থগিত

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়ালিদ নিহাদকে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এ

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অনশনে বসে সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীসহ পঞ্চাশোর্ধ শিক্ষার্থী অংশ নেন।। পরে বিকেল ৫টার দিকে শিক্ষক ও প্রশাসনের হস্তক্ষেপে আগামী রোববার (৬ মার্চ) পর্যন্ত অনশন স্থগিত করেন তারা।

অনশন চলাকালে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য- দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা ড. তপন কুমার সরকার, লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের প্রধান আজিজুল হকসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং বিভাগের শিক্ষকরা।

বিভাগের শিক্ষকরা তাদের উদ্দেশে বলেন, তোমাদের আন্দোলন সুশৃঙ্খল ও যৌক্তিক। এ আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করে এসেছি। আমরা দেখছি তদন্ত কমিটি অত্যন্ত পরিশ্রম করে প্রতিবেদন তৈরি করছেন। সুতরাং প্রশাসন আমাদের দাবি পূরণ করবে বলে আমরা আশ্বস্ত হতে পারি। তাই তোমাদের অনুরোধ করছি, তোমরা আজকের মতো অনশন কর্মসূচি রোববার পর্যন্ত স্থগিত করো।

এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ড. তপন কুমার সরকার বলেন, আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেব। আশা করি আজকেই রেজিস্ট্রার বরাবর জমা দেওয়া হবে। আমরা চেষ্টা করেছি একটি যথার্থ প্রতিবেদন তৈরি করতে।

তদন্ত কমিটির আরেক সদস্য ও প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে একটি পক্ষপাতহীন তদন্ত প্রতিবেদন তৈরি করেছি। আজ জমা দেব। উপাচার্য এসে সিদ্ধান্ত নিবেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার