স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ “সোনালী আঁশের সোনার দেশ পরিবেশবান্ধব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পাট অধিদপ্তর ও ময়মনসিংহ জেলা প্রশাসন র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আজ রোববার সকালে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মিজান উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ শোয়েব আহমেদ। আরো বক্তব্য রাখেন উদ্যোক্তা সৈয়দা সেলিনা আজাদ সহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব পাটের বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে দেশের সকলকে এগিয়ে আসতে হবে। পাটের পণ্য এখন বিদেশে রপ্তানী হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী উন্নত জাতের পাট উৎপাদনে কৃষকদের নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছেন।