কলসিন্দুরের নারী ফুটবলারদের গল্প এবার জায়গা করে নিল দেশের পাঠ্যবইয়ে

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃময়মনসিংহের কলসিন্দুর গ্রাম থেকে উঠে আসা নারী ফুটবলারদের গল্প এবার জায়গা করে নিল দেশের পাঠ্যবইয়ে। নতুন শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে উঠে এসেছে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুনদের জীবন যুদ্ধ ও সাফল্যের কথা।
নিজেদের ফুটবল জীবনের গল্প পাঠ্যবইয়ে জায়গা পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সানজিদা-মারিয়ারা।
সানজিদা আক্তার তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘কলসিন্দুরের এলাকার মেয়ে হিসেবে আমি গর্ব অনুভব করছি।
গত ডিসেম্বরে অনুর্ধ্ব-১৯ নারী সাফজয়ী দলের অধিনায়ক মারিয়া মান্দা ফেসবুকে লিখেছেন, ‘আমি অনেক কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। ‘
কলসিন্দুরের মেয়ে তহুরা খাতুন বলেন, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আমাদেরকে পাঠ্য বইয়ে তুলে ধরার জন্য অংসখ্য  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কলসিন্দুরের মেয়ে ‍হিসেবে আমি গর্ব বোধ করি। আমাদেরকে এই পর্যায়ে নিয়ে জন্য স্কুলের শিক্ষক, ফুটবল প্রশিক্ষণ সহ সংশ্লিস্টদের কাছে চিরকৃতজ্ঞ । তাদের জন্য আজ এতদুর আসা সম্ভব হয়েছে।
শুধু নারী ফুটবল দলই নয়, এবারের ইংরেজি পাঠ্যবইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাতারু ব্রজেন দাস ও এভারেস্ট জয়কারী নিশাত মজুমদারের সাফল্যের গল্পও তুলে আনা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার