ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ তিন ভাষায় ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতা

ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ তিন ভাষায় ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতা

bmtv new No Comments

মাহমুদুল হাসান মিলন ,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের নান্দাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর ব্যতিক্রমী  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবী ভাষায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

রবিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা হলরুমে দিনব্যাপি আয়োজন শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের শ্রদ্ধা ও ভালোবাসা জাতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মাদ্রাসা শিক্ষার্থীদের বলা হয় পিছিয়ে পড়া সমাজ। কিন্তু আজকের এই প্রতিযোগিতা দেখে মনে হয় এই ধারণা ঠিক নয়।তারা উপযুক্ত সুযোগ পেলে নিজের সেরাটা তুলে ধরতে সক্ষম হবেন।