You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালাবাসায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হচ্ছে।
এ উপলক্ষে সকালে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, সিটি করোপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা ইউসুফ আলীসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ।