ফুলবাড়ীয়ায় সন্তোষপুর রাবার বাগান সড়কে ডাকাতির পর এবার গরু চুরি

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে,   ময়মনসিংহ ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের পর্যটন এলাকা সন্তোষপুর রাবার বাগানের জিগাতলায় এক কৃষকের গোয়াল ঘর থেকে গাভী ষাড়সহ দুই গরু চুরি হয়েছে। সোমবার (৭ মার্চ) রাতের কোন এক সময় চুরি ঘটনা।
একই গ্রামের রাবার বাগান সড়কে এক সপ্তাহে দুইবার সড়কে গাছ ফেলে ব্যারিকেট দিয়ে ডাকাতির ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্তোষপুর রাবার বাগানের সীমান্তবর্তী জিগাতলার কৃষক ইনসান আলীর গোয়ালঘর থেকে সোমবার (৭ মার্চ) কোন এক সময় চোরেরা একটি ৮ মাসের গর্ভবতী গাভী ও একটি ষাড় গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। গরু দুটির বাজার মূল্য এক লাখ টাকা হবে বলে কৃষক জানান।
স্থানীয় পল্লী চিকিৎসক দিদারুল আলম রুবেল জানান, একই গ্রামের রাবার বাগান সড়কে গাছ ফেলে এক সপ্তাহে দুইবার ডাকাতি ঘটনার পর গরু চুরিকে কেন্দ্র গ্রামবাসীর মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে আছি। এলাকায় পুলিশ টহল বাড়ানোর পরও চুরির ঘটনা ঘটনায় বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে তড়িৎ ব্যবস্থা গ্রহন করার কথা বলেন পুলিশের ঐ কর্মকর্তা।