ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ৩

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে ২টি সড়ক দুর্ঘটনায় ডাক্তার সহ ৩জন নিহত হয়েছে।    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্রুত গতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ নিহত হয়েছেন।
এছাড়াও ময়মনসিংহের সদর উপজেলায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ি চাপায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পুলিয়ামারী চান মিয়ার গ্যারেজ এলাকায় এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চরহোসেনপুর মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ডা. আব্দুর রশিদ (৭০) চরহোসেনপুর মার্কাজ মসজিদে আসরের নামাজের উদ্দেশ্য বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চরহোসেনপুর মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় কিশোরগঞ্জগামী একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।
অপরদিকে ময়মনসিংহের সদর উপজেলায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির চাপায় দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পুলিয়ামারী চান মিয়ার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন, গৌরীপুরের ভাংনামারী বারোয়ামারী গ্রামের মো. খলিল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৬) ও ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুল গনি (২৫)।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুক হোসেন নয়া শতাব্দীকে জানান, রাতে ময়মনসিংহ শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ি ওই দুই যুবকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তারা। পরে মোটরসাইকেলসহ দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে স্বজনদের পক্ষ থেকে কেনো অভিযোগ না দেয়ায় লাশ তাদের পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার