নজরুল  বিশ্ববিদ্যালেয়র শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  ছাত্রলীগ না করায় এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের জন্য হলের বরাদ্দ সিটও বাতিল করা হয়েছে।

সোমবার (০৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টায় শুরু হওয়া এ সভা শেষ হয় সন্ধ্যায়।

সভায় একই ঘটনায় আরও এক শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দিয়ে তার হলের সিট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। হলের সিট বাতিল করা হয়েছে আরও তিন শিক্ষার্থীর। এছাড়া তিন শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- সামিউল হক হিমেল (নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগ), আবু নাঈম আব্দুল্লাহ ওরফে যাযাবর নাঈম (ফোকলোর বিভাগ), মোমেন সরকার (লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগ) এবং তানভীর আহমেদ তুহিন (লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগ)। এই চারজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের অনুসারী বলে জানা গেছে ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এই চার শিক্ষার্থীকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার জবাব আগামী ১৫ দিনের মধ্যে জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ ইস্যুর সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। সেইসঙ্গে তাদের নিজ নিজ হলে বরাদ্দ দেওয়া সিটও বাতিল করার সুপারিশ করা হয়েছে।

সভায় আবু সোলায়মান নাঈমের (স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ) নামে সতর্কীকরণ চিঠি ইস্যুর পাশাপাশি তার জন্য বরাদ্দ করা হলের সিটও বাতিলের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সারজীল হাসান (লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ), মো. পলাশ (সমাজবিজ্ঞান বিভাগ) এবং জোবায়ের আহমেদ সাব্বিরের নামে সতর্কীকরণ চিঠি ইস্যুর সুপারিশ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার