
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখা, (ডিবি) এর অভিযানকালে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম, জানান ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ৮ মার্চ রাতে ময়মনসিংহ জেলার পাগলা থানার টেকপাড়ার কবির মিয়া (৫৫) এর ফিসারীর বাংলো ঘরের পিছনে বিভিন্ন ফলের বাগানের ভিতর থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী পাগলার মেদনারটেকের কুতুব উদ্দিন ডাক্তার (৫২), টেকপাড়ার জেসমিন আক্তার (৩০) কে গ্রেফতার করা হয়।
১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে ২ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করা হয়। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর মোঃ কুতুব উদ্দিন ডাক্তার (৫২)এর পূর্ব ইতিহাসঃ ময়মনসিংহ এর পাগলা থানার এফআইআর নং-৫/৭৮, তারিখ- ১২ মে, ২০১৮;
সময়- ১৯.১০ মিঃ ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী। ময়মনসিংহ এর পাগলা থানার এফআইআর নং-১০, তারিখ- ০৯ সেপ্টেম্বর, ২০১৭; সময়- ১৯.১৫ মিঃ ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী । ময়মনসিংহ এর পাগলা থানার এফআইআর নং-১/১, তারিখ- ০১ জানুয়ারি, ২০২০; সময়- সকাল ৭.৪৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসাম। ময়মনসিংহ এর পাগলা থানার এফআইআর নং-৬/৫৭, তারিখ- ১৬ এপ্রিল, ২০২০; সময়- ১৬.০৫ মিঃ ধারা- ৩৬৪/৩৪২/৩২৩/৩৮৪/৩৮৫ পেনাল কোড-১৮৬০, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী ।