চা বিক্রেতা বাউবি’র শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় মো: হারুন মিয়া, পিতা : মো: জব্বার আলী, গ্রাম : সতিশা, গৌরীপুর। তিনি পেশায় একজন চা বিক্রেতা কিন্তুু দরিদ্রতা তাকে পড়াশুনা দমিয়ে রাখতে পারেনি। বাউবি পরিচালিত এসএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টার গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৮৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং তিনি বাউবি পরিচালিত এইচএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টার গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজে অধ্যয়নরত।

বাউবি’র দীক্ষা  সবার জন্য উন্মুক্ত কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা এ লক্ষে বাউবি’র উপাচার্যের নির্দেশনা মোতাবেক ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত)  মাকছুদা জাহান, সহকারী আঞ্চলিক পরিচালক  মোহাম্মদ শাহাদত হোসেন ও সহকারী পরিচালক  মো: রফিকুল ইসলাম ১১ মার্চ সকালে গৌরীপুর উপজেলার পাট বাজার মোড়ে তার চায়ের দোকানে বাউবি’র শিক্ষার্থী মো: হারুন মিয়া-কে ফুলেল শুভেচ্ছা, মিষ্টি মুখ, বাউবি’র ডায়েরি ও শিক্ষা সামগ্রী উপহার দিয়ে অভিনন্দন জানানো হয়, এ সময় শিক্ষার্থী হারুন মিয়া আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাউবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে আঞ্চলিক পরিচালক, বিভিন্ন অনুপ্রেরণামূলক উপদেশ প্রদান এবং বাউবি’র আইন অনুযায়ী ভবিষ্যতে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ^াস দেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বাউবি এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী  মুহাম্মদ জাহিদুল ইসলাম, এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী  মো: রেজওয়ান হোসেন, বিএ এবং বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারী  মো: ফারুখ হায়দার হোসেন এবং বিভিন্ন প্রোগ্রামের টিউটরসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার