ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস ৪ পরীক্ষার্থী ৬ জনের নতুন জিপিএ-৫,

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ জন পরীক্ষার্থী।

রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ময়মনসিংহ বোর্ড প্রকাশিত ফল পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।  বোর্ড জানিয়েছে, এইচএসসির খাতা চ্যালেঞ্জ করে মোট ২৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

জানা গেছে, করোনার কারণে দেড় বছর সরকারি ক্লাস না হওয়ায় ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। নিয়মিত ১৩ লাখ ৭১ হাজার শিক্ষার্থীর হিসেবে এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবারই সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিলেন। এর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ১৬৯। মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষের ৪৪ দিন পর ফল প্রকাশিত হয়।
গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে ৯৫ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৬৮৭ জন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার