স্কুলছাত্রী‌কে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড

স্কুলছাত্রী‌কে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ টাঙ্গাই‌লে এক স্কুলছাত্রী‌কে ধর্ষণের পর হত্যা মামলায় মাজেদুর রহমান (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মাজেদুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনে টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ রা‌য়ের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আহমদ জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর গ্রামের এক‌টি আখক্ষেত থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়। রাতে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।

১১ সেপ্টেম্বর তদন্তের এক পর্যায়ে ওই গ্রামের মাজেদুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প‌রে মাজেদুর ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি আদালতে স্বীকার করেন। সাক্ষ্য গ্রহণ ও স্বীকারোক্তি যাচাই বাছাই শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।র ছেলে।