
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মেশিনারিজগুলো (আইন, বিধি, নীতিমালা, তদারক সংস্থা) ৩৬৫ দিনই সচল রাখতে বলেছেন হাইকোর্ট। আদালত বলেন, সুন্দর আইন আছে, তদারকি সংস্থা আছে, জনবল আছে। কিন্তু প্রয়োগ নেই। আইনের যথাযথ প্রয়োগ থাকলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কখনও লাগামহীন হতো না।
সোমবার (১৪ মার্চ) সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুতকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, ১৪ বছর কারাদণ্ড ও সঙ্গে অর্থদণ্ডের কথা বলা হয়েছে। মজুতকারীদের বিরুদ্ধে এই আইন কি প্রয়োগ হচ্ছে? আমাদেরকে জানান।