জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ক্যাপিং সেরিমনি অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি পাবনা থেকে আব্দুল খালেক খান ঃবিএমটিভি নিউজঃ  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের আইসিটি ডোমেইন নিয়ন্ত্রানাধীন জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটের ২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীদের ক্যাপিং সেরিমনি ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়ায় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
টিএমএসএসের আইসিটি পরিচালক নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোঃ মনজুরুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ক্যান্সার গবেষনা ইন্সটিটিউট মহাখালী ঢাকার ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ কামরুজ্জামান রুম্মান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটের চেয়ারম্যান, টিএমএসএস‘র নিবার্হী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম, টিএমএসএস শিক্ষা বিভাগের রেক্টর নার্সিং এন্ড কেয়ার সার্ভিসের প্রফেসর ইরা দিবরাসহ বগুড়া নার্সিং ও মিডওয়াইফারী কলেজের ইন্সট্রাক্টরগণ।
এছাড়াও জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট, টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি এবং টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষদ্বয়সহ সকল স্তরের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে নার্সিং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং অত্র প্রতিষ্ঠানের নবাগত শিক্ষার্থীরা নার্সিং শিক্ষার মাধ্যমে ভবিষৎতে নার্সিং শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে বিদেশে এই মহৎ পেশার প্রসার ঘটাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। অতিথিগণ স্ব-হস্তে সকল শিক্ষার্থীদের ক্যাপ ও ব্যাচ পরিয়ে দেন এবং শপথ পাঠ করান। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক,শিক্ষার্থী, এনজিও কর্মী, গন্যমান্য ব্যক্তি বর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার