তারাকান্দা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের তারাকান্দায় পানিতে ডুবে চাচাতো জেঠাতো দু’বোনের মৃত্যু হয়েছে।
জানা গেছে.আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামের খাদেমুল হকের মেয়ে রৌজামনি(২) ও রুবেল মিয়ার মেয়ে সানজিদা আক্তার রাইসা (৩)খেলা করার কালে বাড়ির সকলের অগোচরে বাড়ির টিউবওয়েলের জমানো পানির গর্তে পড়ে মারা যায়।
পরে প্রতিবেশিরা গর্তে দুই শিশুর লাশ দেখে দুই শিশুর নিতর দেহ উদ্ধার করেন।
তারাকান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে টিউবওয়েলের পানি জমে থাকা গর্তে পড়ে দুই শিশুমারা যায়। পরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে লাশ উদ্ধার। করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।