ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারে ২শ কর্মী কাজ করছে

ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারে ২শ কর্মী কাজ করছে

March 15, 2022 522 Views

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ   বর্ষা মওসুমকে সামনে রেখে সিটির ড্রেনসমূহ পরিস্কারের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। আগামী মে মাসের মধ্যে সিটির প্রায় ৩৪৭ কিলোমিটার ড্রেন পরিস্কারের লক্ষ্যে ২০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে।

বিগত বছরে যেসব ওয়ার্ডে জলাবদ্ধতার বেশি সমস্যা ছিল সেসব ওয়ার্ডে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়া বর্ষা মওসুম শুরুর আগে নগরীর ভেতর দিয়ে প্রবাহিত ৫টি খালকে পরিস্কার এবং প্রয়োজনীয় স্থানে খনন করা হচ্ছে। মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এসব কার্যক্রম।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, আগামী বর্ষা মওসুমে জলাবদ্ধতার কারণে যেন নাগরিক ভোগান্তি সৃষ্টি না হয় এজন্য সিটির ড্রেনেজ নেটওয়ার্ককে কার্যকর রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সিটির খালগুলোর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়া বিগত বছর যেসকল সমস্যা আমরা চিহ্নিত করেছি তা সমাধানেও কাজ করছি আমারা। আশা করা যাচ্ছে এ বছর জলাবদ্ধতা পরিস্থিত নিয়ন্ত্রিত থাকবে।

ড্রেনেজ নেটওয়ার্ক সচল রাখতে নগারিকবৃন্দের সহযোগিতা কামনা করে মেয়র জানান, ড্রেনসমূহে শক্ত আবর্জনা বিশেষ করে পলিথিন, বোতল, চিপসের প্যাকেট ইত্যাদি পড়ায় ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া, নির্মাণাধীন ভবনের বিভিন্ন সামগ্রী ড্রেনে ফেলেও ড্রেনেজ নেটওয়ার্ক বিনষ্ট হচ্ছে । জলাবদ্ধতা নিরসনের স্বার্থে সকল নাগরিককে সচেতনতা নিয়ে এগিয়ে আসতে হবে।

সাম্প্রতিক