স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে মোট ৯ জন আসামীকে গ্রেফতার করেছে। ৩লাখ টাকার গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার ।
কোতোয়ালী মডেল থানার ওসিশাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) মেহেদী হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ রেলক্রসিং হতে অনুমান ২০ (বিশ) গজ পশ্চিমে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের উপর হইতে মাদক মামলার আসামী আড়াইবাড়ীর সোহাগ মিয়া (২৭), তালতলা, মোঃ হাসান (২৮), উভয় থানা-কসবা, জেলা ব্রাহ্মণবাড়ীয়াদ্বয়কে গ্রেফতার করেন । তাদের নিকট হতে মোট ৩০(ত্রিশ)কেজি গাঁজা, যাহার মোট মূল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ)টাকা, ০১টি পিকআপ, ০২টি মোবাইল সেট, ১০০ টাকা মূলের ০৩টি নন জুডিসিয়াল স্ট্যাম্পের মধ্যে গাড়ী বিক্রযের রশিদ উদ্ধার করেন।
এসআই(নিঃ) দিদার আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার স্বদেশী বাজার সংলগ্ন ওল্ড পুলিশ ক্লাব রোড়স্থ মেসার্স সজীব এণ্টারপ্রাইজের সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী কোতোয়ালীর পুরোহিতপাড়া (রেলওয়ে কলোনী),শাহ আলম @ রুমান(২৫), ও ব্রাহ্মপল্লীর তারেক আহাম্মেদ সুমন(৩৫)কে গ্রেফতার করেন । তাদের নিকট হতে (১)একটি প্লাস্টিকের কালো বাট যুক্ত ফোল্ডিং চাকু, যাহা খোলা অবস্থায় লম্বা অনুমান ৬.৪ ইঞ্চি, বন্ধ অবস্থায় ৩.৭ ইঞ্চি, যার একপাশ ধারালো, ২। ০১(এক)টি কালো রংয়ের SMILE Y5 মডেলের বাটন মোবাইল ফোন, ৩। একটি হলুদ ও কালো বাটযুক্ত স্টীলের চাকু, যার এক পাশ ধারালো, যার গায়ে চাঁদ তারা চিহ্ন বিদ্যামান, যার দৈর্ঘ্য অনুমান ৯.৪ ইঞ্চি এবং ৪। একটি কালো ও লাল রংয়ের itel বাটন মোবাইল, যার মডেল নং-it5608B, যার সিম নং-০১৩০৪-১৯৭২৮৬ উদ্ধার করেন।
এসআই(নিঃ) মেহেদী হাসান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালীর ভাটি বাড়েরার পাড় আসামীদ্বয়ের নিজ বাড়ী হতে অন্যান্য মামলার আসামী ফজলুল হক ওরফে হক্কে (৫২), সোহাগ মিয়া (২৫),কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালীর ছোট বাজার হতে চুরি (পুরাতন) মামলার আসামী জামালপুর সদর শাহাপুরের সুজন ওরফে পিচ্ছি(২৩), ,এপি/সাং-কৃষ্টপুর বাগান বাড়ী থেকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে জেসি গুহ রোড এলাকা হতে চুরি (পুরাতন) মামলার আসামী ৩৯নং পুরোহিতপাড়ার মনির উদ্দিন (৩৮), ’কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) মোঃ মোজাম্মেল হক অভিযান চালিয়ে জিআর গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালীর মীরকান্দা পাড়ার মোঃ রশিদ (৫০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।