নাপায় নয় মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশুকে খাইয়ে হত্যা করে মা

নাপায় নয় মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশুকে খাইয়ে হত্যা করে মা

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলোচিত দুই শিশুর মৃত্যু নাপা সিরাপ খেয়ে নয়, পরকীয়ার জেরে বিষ মেশানো মিষ্টি খাইয়ে তাদের মা লিমা বেগম সন্তানদের হত্যা করেছেন, এমন অভিযোগে লিমাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরকীয়া প্রেমিকের দেয়া মোবাইল ফোন সিমের সূত্রে উদঘাটিত হয়েছে ২ শিশুর মৃত্যু রহস্য। আশুগঞ্জ থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, ২ শিশুর মা লিমা বেগম যে মোবাইল সিমটি ব্যবহার করেন এর রেজিষ্ট্রেশন পরকীয়া প্রেমিক সফিউল্লাহ ওরফে মুসার নামে করা। পুলিশ ঘটনার পর লিমার কললিষ্ট পরীক্ষা করতে শুরু করলে মুসার কথায় লিমা তার মোবাইলটি সরিয়ে ফেলে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। আর এভাবেই ঘটনার রহস্য বের হয়ে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করে মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করে।

গত ১০ই মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন মারা গেলে নাপা সিরাপ খেয়ে মারা যাওয়ার অভিযোগ তুলেন স্বজনরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় লিমাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দুপুরে তাকে আদালতে নিয়ে আসা হয়।

এর আগে নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লাসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।