স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃময়মনসিংহে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে সকালে সার্কিট হাউজে ময়মনসিংহে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি।
পরে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাষ, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, সহ-সভাপতি আসিনুল হক শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সিটি করপোরেশন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা ও রেণ্জ পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহ।
পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে পতাকাবাহী একটি ট্রাক র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে টাউন হলের সামনে কেক কাটা হয়।
এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, সুবর্ণজয়ন্তী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।