কাল রোববার থেকে ময়মনসিংহ সিটিসহ জেলায় ৫৬৬টি স্পটে টিসিবির পণ্য বিক্রি শুরু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ    কাল ২০ মার্চ রোববার থেকে পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহ জেলায় ৩লাখ ২ হাজার ৯৭২ জন নিন্ম আয়ের মানুষের জন্য ভর্তূকি মূল্যে টিসিবি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি ১ম ধাপের কার্যক্রম শুরু হচ্ছে। শুধুমাত্র কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। ১ম ধাপে ২০ মার্চ থেকে শুরু হয়ে ২৭ মার্চ পর্যন্ত বিক্রি করা হবে।  জেলায় ৩লাখ ২ হাজার ৯৭২ জন  উপকারভোগীর মধ্যে সিটি করপোরেশন ৭০,হাজার ৪০৯ জন ও  বাকি ১৩ উপজেলা ও পৌরসভায়  দুই লাখ ৩২ হাজার ৫৬২ জন।
আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিষয়ে প্রেস বিফ্রিংয়ে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক একথা জানান। জেলায় ১৫৩ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ৯৪ জন ডিলার ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বিক্রি করবে।
১ম ধাপে প্রতি উপকারভোগী দুইকেজি হারে চিনি, মশুর ডাল এবং ২লিটার করে সয়াবিন তেল ক্রয় করতে পারবে। চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতিকেজি ৬৫ টাকা ও সয়াবিন প্রতি লিটার ১১০ টাকা করে বিক্রি হবে। এই ৩টি পণ্য একটি করে প্যাকেট থাকবে।

তিনি আরো জানান, ২০ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের ১, ২, ও ৩ তিনটি ওয়ার্ডে বিক্রি করা হবে। এছাড়া ভালুকা পৌরসভা, ধোবাউড়ায় ১ দক্ষিণ মাইজপাড়া ও ২নং গামারীতলা ইউনিয়নে। ফুলবাড়ীয়া পৌরসভা, গফরগাঁও পৌরসভা, গৌরীপুর পৌরসভা, হালুয়াঘাট পৌরসভা, ঈশ্বরগঞ্জ পৌরসভা, মুক্তাগাছা পৌরসভা, নান্দাইল পৌরসভা, ফুলপুর পৌরসভা, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ সদর অষ্টধার ইউনিয়ন, তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা ও ২নং কাকনী ইউনিয়নে বিক্রি করা হবে। প্রথম দিন ৪১ হাজার ২৮২ কার্ডধারীর কাছে বিক্রি করা হবে। ময়মনসিংহ সিটি করপোরেশন, ১৩টি উপজেলা ও পৌরসভায় মোট ৫৬৬ টি স্পটে এসব পণ্য বিক্রি করা হবে।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, টিসিবির কর্মকর্তা, ডিলারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।