You must need to login..!
Description
বিএমটিভ নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মালবাহী কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চের দুর্ঘটনা তদন্তে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। আজ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে নৌ- পরিবহন মন্ত্রণালয় প্রতিবেদন দাখিল করতে কমিটিকে বলা হয়েছে ।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ. ন. ম. বজলুর রশীদকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান ও বিআইডব্লিউটিএ-এর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক)।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, কমিটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (আইএসও,১৯৭৬) এর ৪৫ নম্বর ধারার ৩ নম্বর উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করবে। এ ছাড়া কমিটি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সুনির্দিষ্ট সুপারিশ করবে।
উল্লেখ্য, লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে একজন পুরুষ, দু’জন নারী ও এক শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গতকাল দুপুরে এ লঞ্চডুবির ঘটনা ঘটে।