ময়মনসিংহে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন পুনাকের

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতির ( পুনাক) আয়োজনে চেতনায় অম্লানে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে গণ হত্যা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । ১৯৭১ সালে ২৫ শে মার্চ কালো রাতে পুলিশ সদস্য ও অন্যান্য সকল শহীদদের স্বরণে ময়মনসিংহ পুলিশ লাইন্সে নির্মিত চেতনা অম্লানে পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পত্নী মিসেস আহমারের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে.।

এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান, পুনাক সহ সভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ইশরাত তানজিয়া, ডাঃ শারমীম আক্তার, ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীসহ অন্যান্য অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার