You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতির ( পুনাক) আয়োজনে চেতনায় অম্লানে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে গণ হত্যা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । ১৯৭১ সালে ২৫ শে মার্চ কালো রাতে পুলিশ সদস্য ও অন্যান্য সকল শহীদদের স্বরণে ময়মনসিংহ পুলিশ লাইন্সে নির্মিত চেতনা অম্লানে পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পত্নী মিসেস আহমারের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে.।
এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান, পুনাক সহ সভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ইশরাত তানজিয়া, ডাঃ শারমীম আক্তার, ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীসহ অন্যান্য অন্যান্যরা উপস্থিত ছিলেন।