সরকারের চোখ-কানের চিকিৎসার প্রয়োজন- এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী জনগণের আহাজারি, হাহাকার,দাবী কানে তুলছেন না। জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী, জনদূর্ভোগ সৃস্টিকারী ব্যার্থ,অযোগ্য সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। অথচ,গণ প্রত্যাশা উপেক্ষা করে সরকার চরম ফ্যাসিবাদ কায়েম করে জোরপূর্বক ক্ষমতায় থাকতে চায়। তারা উন্নয়নের নামে দূর্ণীতি,লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। আর প্রধানমন্ত্রী বিরোধী দলকে চোখের চিকিৎসা করাতে বলেছেন উন্নয়ন দেখার জন্য। জনগণের চোখ ভালো আছে বলেই তারা নিজের চোখ দিয়ে সরকারের দূর্ণীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, দেখছে। তারা নিজেদের জীবন চালাতে গিয়ে সরকারের সীমাহীন ব্যার্থতা, কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে চরম দূর্যোগে পড়েছে,দুঃশাসনে নিপতিত হয়েছে । জনগণের জীবন চালানোই এখন কঠিন। জনগণ এই সরকারের পদত্যাগ চায়। জনগণ ও দেশের দরবস্থা দেখতে সরকারের চোখ ও কানের সুচিকিৎসা প্রয়োজন। তিনি মহিলা দলের নেতাকর্মীদের প্রতি পাড়া-মহল্লায় শক্তিশালী সংগঠন গড়ে তুলে দুঃশাসনের কবল থেকে দেশকে রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এমরান সালেহ প্রিন্স আজ মঙ্গলবার ময়মনসিংহে জাতীয়তাবাদী মহিলা দলের ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার পৃথক পৃথক ৩ টি পৃথক পৃথক ৩ টি কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মী সম্মেলন সমূহ উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাস। সকাল ১১ টা ৩০ মিঃ এ নগরীর নতুন বাজারে বিএনপি কার্যালয়ে মহানগর মহিলাদলের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহিলাদলের সহ সাংগঠনিক সম্পাদক খালেদা আতিক এবং বেলা ১ টায় শিশু একাডেমী চত্বরে দক্ষিণ ও বিকেল ৪ টায় শম্ভুগন্জ বাজারে উত্তর জেলা মহিলাদলের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাস সভানেত্রীত্ব করেন।
কর্মী সম্মেলন সমুহে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, অধ্যাপিকা রায়হানা ফারুক, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার আকন্দ, আহমেদ তাইয়েবুর রহমান হিরন,সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন,বিএনপি নেতা হাফেজ আজিজুল হক,ফরিদা ইয়াসমিন পারভীন, খালেদা আতিক, হোসনে আরা নীলু, তানজীন চচৌধুরী লিলি,আতিয়ার ফাইরুজ মলি প্রমুখ। কর্মী সম্মেলন সমুহে জেলার বিভিন্ন উপজেলা, পৌর এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা কর্মী অংশ নেন।