গফরগাঁও উপজেলা সংবাদদাতাঃবিএমটিভি নিউজঃ গফরগাঁও উপজেলায় গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রাম থেকে মোছাঃ পারভীন আক্তার (৪১) নামে এক গৃহ পরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০মার্চ) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত মহিলা তেঁতুলিয়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী এবং তিনি গৃহ পরিচারিকার কাজ করতেন। নিহতের ভাই নিজাম উদ্দিন জানায়, আমার বোন পারভীন আক্তারের সাথে লিটন মিয়ার প্রায় ৩০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তানও রয়েছে। পারিবারিক ভাবে প্রায়ই স্বামীর সাথে আমার বোনের মনোমালিন্য হত। বোনের স্বামীর বাড়ির প্রতিবেশিদের কাছ থেকে বোনের মৃত্যুর সংবাদ শুনে বুধবার সকালে ছুটে আসি। এসে জানতে পারি মঙ্গলবার রাতে বোনের মৃত্যু হয়েছে। বোনের লাশ দেখতে গেলে বোনের স্বামী লিটন মিয়া লাঠি নিয়ে তেড়ে আসে। এতে আমাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। গফরগাঁও থানার ওসি (তদন্ত) জানান, মহিলার লাশ দাফনের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়। লাশের প্রাথমিক সুরতহাল দেখে সন্দেহ হয়। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেলে, এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।