
You must need to login..!
Description
মতিউল আলম,বিএমটিভি নিউজ ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ফুলবাড়ীয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফুলবাড়ীয়ার সন্তোষপুর পশ্চিমপাড়ার মৃতঃ জাবেদ আলীর পুত্র ,মোঃ কালু মিয়া কালাম @ কালু (২৮),সন্তোষপুর কান্দুর বাজারের আলহাজ্ব ইলিম উদ্দীনের পুত্র মোঃ আবুল কালাম আজাদ সরকার @ কালা (৪২)।
ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, গত ৬ মার্চ বিকালে ফুলবাড়ীয়া সন্তোষপুর আমতলীতে ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে রাস্তায় চলমান লড়ি গাড়ী, মাহেন্দ্র গাড়ী, অটো, অটো ভ্যানগাড়ী আটকিয়ে চালক ও যাত্রীদের নিকট হতে ডাকাতি করে নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এব্যাপারে ফুলবাড়ীয়া থানার মামলা নং-০৫ তারিখ- ০৭/০৩/২০২২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। ময়মনসিংহের পুলিশ সুপার,মুহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ ডাকাতদল গ্রেফতার ও ডাকাতিকালে লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান চালায়। আজ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ কালু মিয়া কালাম @ কালু (২৮) কে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আসামি স্বেচ্ছায় ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহম্মেদ তালুকদাররের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ডাকাতি ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামি দ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।