You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়িসহ মোট ১৭জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে জুয়াড়িসহ ১৭জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র।
এসআই(নিঃ) হারুন অর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন দারুল মা’ আরিফ মাদ্রাসা মোমেনশাহী এর ফতোয়া বিভাগ গেইটের সামনে হতে ০১ (এক)টি কালো রংয়ের প্লাস্টিকের বাট যুক্ত স্টিলের ছুরি, যার বাটে KIWI লেখাসহ কিউ প্রাণীর ছবি খোঁদাই করা, স্টীলের অংশে KIWI BRAND STAINLESS STEELলেখাসহ কিউ প্রানী ছবি বিদ্যামান, যাহা বাটসহ লম্বা অনুমান ২১.৫ সেন্টিমিটার, কালো রংয়ের বাটের লম্বা অনুমান ১০ সেন্টিমিটার, এবং ০৪টি মোবাইল ফোনসহ দস্যুতার চেষ্টায় আসামী বয়রা মধ্যপাড়ার মোঃ ইব্রাহিম (২০),, মোঃ জুয়েল মিয়া(১৯), জীবন আলী(১৯)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) দিদার আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার গোহাইলকান্দি জামে মসজিদের সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হতে পুলিশ আইনের ৩৪ ধারায় গোহাইলকান্দি মীরবাড়ীর এনামুল (১৯),সানকিপাড়া হেলথ অফিসারের গলি, তানিস (২২) সানকিপাড়া ক্যান্টমেন্ট এলাকার তানভির আহমেদ লিয়ন (১৯), নাঈম (২২)কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানার রঘুরামপুর কুমারিয়াকান্দার ধৃত আসামী লিটন মিয়ার ঘর হতে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ী বাজিতপুরের রেহান উদ্দিন (৫৫), আজিজুল ফকির (২৮), রঘুরামপুর কুমারীকান্দার আঃ রশিদ (৬০) , হাবিবুল্লাহ (৪৮), মোঃ মোর্শেদ (৩৫), লিটন মিয়া (৩২), রশিদপুরের মোঃ শহিদ মিয়া (৩২)কে নগদ ১৪০০/- (এক হাজার চারশত) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০৬টি, ৫০/-টাকার নোট ১২টি, ২০/-টাকার নোট ১০টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২ (বায়ান্ন) টি তাস যাহার প্রতিটি তাসের কভার পৃষ্ঠায় বিভিন্ন গোলাপ ফুলের ছবি যুক্ত সহ গ্রেফতার করেন।
এসআই(নিঃ) হারুন অর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ভাটিকাশর এলাকা হতে নিয়মিত মামলার আসামী রায়ফুল মিয়া ওরফে রিফুল (২৭), সাইন উদ্দিন মুন্না(৩৬),কে গ্রেফতার করেন। তারা তারাকান্দা থানার বহেরা তলী, গ্রামের বাসিন্দা।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া এলাকা হতে আসামী নাজমুল হক (২৪)কে গ্রেফতার করেন। সে জেলার গফরগাঁও,পাকাটি, গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত প্রতেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।