মমেক হাসপাতালে পুনরায় চালু হলো ক্যাথল্যাবের কার্যক্রম

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  বহু বছরের প্রতীক্ষিত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ক্যাথল্যাব মানুষের প্রত্যাশা পূরণ করতে অবশেষে ২০২০ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল। তবে নানা জটিলতায় এটি চালু হতে পেরিয়ে যায় বছরখানেক সময়। গত বছর মার্চে চালু হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় কিছুদিন পর ক্যাথল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুনরায় চালু হয়েছে হাসপাতালে ক্যাথল্যাবের কার্যক্রম। এখন থেকে হাসপাতালে রক্তনালীর ব্লক নির্ণয়, রিং পরানো ছাড়াও পেসমেকার লাগানোসহ শিশুদের জন্মগত হৃদরোগও নির্ণয় করা যাবে।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তরিকুল ইসলাম খান ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেলের হৃদরোগ বিভাগে ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন দুই শতাধিক রোগী ভর্তি থাকেন। জটিল রোগীদের ঢাকায় স্থানান্তরের সময় পথেই প্রাণহানির ঘটনা ঘটত। এমন বাস্তবতায় হৃদরোগ বিভাগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আট শয্যার কার্ডিয়াক ক্যাথল্যাব চালু করা হয়। তবে করোনা মহামারীতে এতে ধাক্কা লাগে।

তিনি আরও জানান, গত বছর ২৮ মার্চ নতুন করে চালু হলেও করোনা পরিস্থিতির কারণে কয়েক দিনের মধ্যেই কার্যক্রম বন্ধ করে দিতে হয়। তবে গতকাল (মঙ্গলবার) থেকে পুনরায় ক্যাথল্যাব চালু হয়েছে। প্রথম দিনে মুক্তিযোদ্ধাসহ ১২ রোগীর এনজিওগ্রাম করা হয়। তাদের মধ্যে তিনজনের হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়। রোগীরা সুস্থ আছেন বলে জানান তিনি।

১৯৬০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে হাসপাতালটি এক হাজার শয্যা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম অঞ্চলের অসংখ্য মানুষ এ হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। কম খরচে হাতের কাছে এনজিওগ্রাম ও রিং পরানোসহ হৃদরোগীদের অন্যান্য এমন সেবা পেয়ে দারুণ খুশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের রোগী ও তাদের স্বজনরা।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার