ময়মনসিংহ নগরীতে কেজি দরে তরমুজ বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ নগরীতে কেজি দরে তরমুজ বিক্রি করায়  সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে  চার ব্যবসায়ীকে জরিমানা করেছে । বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

অভিযান শেষে শাকিল আহমেদ বলেন, তরমুজ কেজি দরে বিক্রি করায় চার ব্যবসায়ীকে চার মামলায় আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য দ্রব্যের দাম যেন বেশি না রাখে সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় য়মনসিংহ সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।