
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের আয়োজনে পবিত্র মাহে রমজান ঈদ-উল-ফিতর উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে আইন-শৃংখলা সংক্রন্ত এক মতবিনিময় সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পুলিশ লাইন্স ড্রিলসেটে এই মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা ও ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশের মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা।
এ সময় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়া সহ সকল পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় ও ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীদের মিলনামেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) রায়হানুল ইসলাম, হাফিজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ডিবির ওসি সফিকুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সুপার ( অপরাধ) রায়হানুল ইসলাম, হাফিজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ডিবির ওসি সফিকুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, এম ইউ জে’ র সভাপতি আতাউল করিম খোকন, সিনিয়র সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা, মোশাররফ হোসেন, নিয়ামূল কবির সজল, মীর গোলাম মোস্তফা, দৈনিক স্বজন পত্রিকার সম্পাদক মোঃ শাহজাহান, স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদীস চন্দ্র সরকার, সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। সভায় এছাড়াও বিভিন্ন পত্রিকার সম্পাদক, বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।