মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহের গৌরীপুরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। এই ঘটনায় পুলিশের ৬ কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর চরভাবখালী গ্রামে এই ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওয়ারেন্টভুক্ত এক আসামী চর ভবানীপুর এলাকায় বসে জুয়া খেলছে। তাকে গ্রেপ্তারে থানার ৬ জন কর্মকর্তাকে নিয়ে অভিযান চালানো হয়। এসময় জুয়াড়িরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজন নিয়ে পুলিশের উপর হামলা চালায়।’

ভাংনামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইজ্জত আলী বলেন, ‘সম্প্রতি চর ভবানীপুর ও উজান কাশিয়ারচরের লোকজনের মধ্যে বালু তোলা নিয়ে সমস্যা চলছিল। ঘটনার দিন রাতে পুলিশ আসলে চর ভবানীপুরের লোকজন উজান কাশিয়ারচরের লোকজন ভেবে পুলিশের উপর হামলা চালায়।’

ওসি আরও বলেন, ‘হামলার ঘটনায় তিন এসআই ও তিন এএসআই আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’