You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের আইজিপি বেনজীর আহমেদের উদ্যোগে দেওয়া বাড়ি পেয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের কমলা খাতুন। দুই কক্ষবিশিষ্ট দৃষ্টি নন্দন এ ঘরটি পেয়ে খুব খুশি কমলা।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত কমলা বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে খুব কষ্টে জীবনযাপন করছি। ঝড়-বৃষ্টিতে সন্তানদের নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছিল। পুলিশ আমাদের জন্য যা করল সেটি কোনো দিন ভোলার নয়। আমি তাদের জন্য দোয়া করি। বাংলাদেশ পুলিশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।
প্রতিবন্ধী মেয়ে তাসলিমাকে (১৮) নিয়ে কমলার দুঃখের শেষ নেই। স্বামীর মৃত্যুর পর ভিক্ষাবৃত্তি করে তাকে সংসার চালাতে হয়। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে থাকেন অন্যের জায়গায় একটি ঝুপড়ি ঘরে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সীমাহীন দুঃখ-কষ্টে ওই ঝুপড়ি ঘরেই কাটে বিধবা কমলা খাতুনের (৫০) জীবন।
কমলা খাতুন নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চর বৈশাখী এলাকার বাসিন্দা মৃত আবদুল খালেকের স্ত্রী।
দুঃখী কমলার মেয়ে হাসিনা বলেন, আমরা ছোটবেলা থেকে খালপাড়ে ঝুপড়ি ঘরে অনেক কষ্টে বসবাস করতাম। ঝড়-বৃষ্টিতে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হতো। এখন পুলিশ আমাদেরকে একটি ঘর দিয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।
জানা যায়, আগামী ১০ এপ্রিল (রোববার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজিপি বেনজীর আহমেদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালী জেলার ৯ থানায় ৯টি ঘর উদ্বোধনের কথা রয়েছে।
‘মুজিব বর্ষের অঙ্গিকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে নামের তালিকা পাঠায় জেলা পুলিশ। এরপর থেকে কবিরহাট থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে রান্নঘরসহ দুই রুম বিশিষ্ট ঘর নির্মাণ সম্পন্ন হয়। সেই ঘরে দেওয়া হয়েছে দুটি ফ্যান, দুইটি লাইট, একটি বাথরুম ও একটি টিউবওয়েল।
জগদানন্দপুর গ্রামের জামাল উদ্দিন মিয়া বলেন, ঘরের পাশাপাশি কমলাকে যদি আয়-রুজির একটা ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তিনি সুন্দরভাবে বাঁচতে পারেন।
ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন খান বলেন, অসহায় কমলা খাতুন বাংলাদেশ পুলিশের একটি পাকা ঘর পেয়েছে। এতে করে তার মাথা গোঁজার ঠাঁই হলো। তার জন্য সকল সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে পুলিশের আইজিপির উদ্যোগে সারাদেশের মতো নোয়াখালীর ৯ থানায় ৯টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করতে যাচ্ছি।
আগামী ১০ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত থেকে নোয়াখালী জেলাসহ চট্টগ্রাম রেঞ্জ ও সারাদেশে ঘরগুলোর উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, বাসস্থানের পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি স্থানীয়ভাবে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রইল।