চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন হয় চরপাড়ার শান্তঃ জড়িত মুলহোতাসহ গ্রেফতার ৩

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ শহরের চরপাড়ার ফুটপাতের দোকানের চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা দ্বন্দ্বে গত ৬ এপ্রিল রাতে খুন হয় চরপাড়ার শরীফ চৌধুরী ওরফে শান্ত (২১) ওরফে ডিসিস্ট শরীফ। খুনের সাথে জড়িত ৩ আসামীকে আলামত সহ গ্রেফতার করেছে ময়মনসিংহ পিবিআই। গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে আসামীরা। গ্রেফতারকৃতরা হলেন, প্রধান আসামী কোতোয়ালীর কাশিগঞ্জের নুর মোহাম্মদ এর পুত্র রাকিবুল হাসান তপু, সানকিপাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র শান্ত ইসলাম (২০) ও পরানগঞ্জ ভাটিপাড়ার কেরামত আলীর পুত্র আরিফুজ্জামান আরিফ (২২)।


ময়মনসিংহ পিবিআই এর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আজ শনিবার দুপুরে নগরের পিবিআই কার্য্যালয়ে এক সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরো জানান, গত ৬ এপ্রিল রাত ১২ টার দিকে চরপাড়া ২১০, মন্ডল প্লাজা চৌধুরী ক্লিনিকের গলিতে শরীফ চৌধুরী শান্ত (২১)কে বুক, পেট, হাত ও মুখে উপূর্যপুরি  ১৮ টি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে খুনীরা।  খুনীরা জানায়, চকবাজার থেকে ৮০০/- টাকা দিয়ে দুটো চাকু কেনে তারা। ঘটনার দিন রাত ৯টায় হতে শরীফের বাড়ির সামনের গলিতে অপেক্ষা করতে থাকে সুমন ও তার বন্ধুরা। ঠিক রাত ১১টা ৫৪ মিনিটে শরীফ সেই গলি দিয়ে নিজ বাসায় যাওয়াবস্থায় পেছন থেকে তপু শরীফকে ডাক দেয়। শরীফ পিছন ফিরে তাকাতেই তপু ও তার বন্ধু মিলে একটানা ছুরিকাঘাত করতে থাকে। শরীফ নিস্তেজ হয়ে যায় দেখে তপু ও তার বন্ধুরা দ্রুত স্থান ত্যাগ করে।

পিবিআই হেডকোয়ার্টার এলআইসি শাখার সহযোগিতায় ময়মনসিংহ পিবিআই জেলার অফিসার ও ফোর্স অক্লান্ত পরিশ্রম করে খুনের একদিনের মধ্যে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করলো।


পুলিশ সুপার জানান, ঘটনার একদিন পর পিবিআই সিসিটিভির ফুটেজ দেখে আসামীদের সনাক্ত করে ৮এপ্রিল ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ৩ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীরা নিহত ডিসিস্ট শরীফের পরস্পর বন্ধু। গ্রেফতারকৃতারা জিজ্ঞাসাবাদে হত্যার জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, তারা চরপাড়া এলাকার ফুটপাতে দোকানে সাপ্তাহিক চাঁদাবাজি করতো। ১০/১৫ দিন আগে নিহত ডিসিস্ট শরীফ নিজস্ব গ্রুপ তৈরী করে চাঁদাবাজির আধিপত্য সৃষ্টি করে। তার প্রতিশোধ নিতে আসামীরা পরিকল্পিতভাবে ডিসিস্ট শরীফকে খুন করে । তিনি আরো জানান, আসামীরা বলেছে, খুনের সাথে ৫জন জড়িত। ঘটনার জড়িত অপর ২আসামীকে গ্রেফতারে চেষ্টার অব্যাহত রয়েছে। আলামত হিসেবে আরিফের দেয়া তথ্য মতে পরানগঞ্জ ভাটিপাড়া তার গ্রাম থেকে খুনে ব্যবহৃত ২টি চাকু ও মোবাইল উদ্ধার করা হয়েছে।


উল্লেখ্য ভিডিও ফুটেজের দেখা গেছে আসামী তপু একাই উপূর্যপুরি ছুরিকাঘাত করে। পিবিআই পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান মামলাটি তদন্ত করছেন।
এঘটনায় গত ৭ এপ্রিল কোতোয়ালী থানায় ৪ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ২৭। আসামীদেরকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরন করা হয়েছে। ##