চাঁদা ভাগাভাগি নিয়ে চরপাড়ার শান্ত হত্যার মামলার পলাতক আরো ২ আসামী গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিং শহরে দলীয় অন্তকোন্দল ও চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে শরীফ চৌধুরী @ শান্ত (২১) হত্যা মামলার পলাতক অপর দু’জন আসামীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ পিবিআই। গ্রেফতারকৃত ২জন হলেন শহরের সানকিপাড়ার নূর মোহাম্মদ @ মোহন (২১), ও মোঃ মুন্না (২৫) । এই নিয়ে হত্যা মামলা জড়িত ৫জনকে গ্রেফতার করলো পিবিআই পুলিশ। গতকাল ৯ এপ্রিল ভোরে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা রেললাইন এলাকা হতে সর্বশেষ ২ জনকে গ্রেফতার করা হয়। আগের দিন ৮ এপ্রিল একই এলাকা থেকে মোঃ রাকিবুল হাসান তপু (২৫), মোঃ শান্ত ইসলাম (২০), ও মোঃ আরিফুজ্জামান আরিফ (২২) কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ৬এপ্রিল ১২ টার দিকে কোতোয়ালী থানার ২১০ মন্ডল প্লাজা চরপাড়ায় চৌধুরী ক্লিনিকের গলিতে শরীফ চৌধুরী @ শান্ত (২১) এর বুক, পেট, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় চাকু দিয়ে ১৮টি ছুরকাঘাত করে খুন করা হয়। উক্ত ঘটনায় কোতোয়ালী থানার মামলা নম্বর-২৭, তাং-০৭/০৪/২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/৩৪ দঃ বিঃ রুজু হয়।

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় পিবিআই ময়মনসিংহ টিম উক্ত মামলাটি অধিগ্রহন করে তদন্ত শুরু করে।

পিবিআই, ময়মনসিংহ সিসিটিভি ফুটেজ নিবিড় পর্যালোচনায় উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে সনাক্ত করা সম্ভব হয়। আসামী সনাক্তের পর পিবিআই ময়মনসিংহ জেলার চৌকস তদন্ত দল পিবিআই হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার সহায়তায় দ্রুততম সময়ে আসামীদের অবস্থান নির্ণয়ে সমর্থ হয়। আসামীদের ক্ষণে ক্ষণে অবস্থান বদলসহ নিজেদের গোপন করার সকল চেষ্টা ব্যর্থ করে গত গত ০৮/০৪/২০২২ তারিখ ভোর অনুমান সাড়ে ৪টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা মোঃ রাকিবুল হাসান তপু (২৫), মোঃ শান্ত ইসলাম (২০), মোঃ আরিফুজ্জামান আরিফ (২২) কে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলার অপর দুই জন আসামী সানকিপাড়ার নূর মোহাম্মদ @ মোহন (২১), ও মোঃ মুন্না (২৫),কে গত ৯এপ্রিল ভোরে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা রেললাইন এলাকা হতে গ্রেফতার করা হয়।

জানা যায়, নিহত শরীফ চৌধুরী @ শান্ত এবং হত্যাকান্ডে জড়িত আসামীগণ পরস্পর বন্ধু এবং এলাকায় একত্রে চলাচল করত। এছাড়াও তারা চরপাড়া এলাকার ফুটপথে অস্থায়ী দোকান হতে সাপ্তাহিক চাঁদা সংগ্রহ করত। গত ১০/১৫ দিন আগে নিহত শরীফ উক্ত বন্ধু-বান্ধব ত্যাগ করে আলাদা গ্রুপ তৈরি করে এবং চাঁদা আদায়ে নিজের আধিপত্য বজায় রাখে। চাঁদার ভাগ পেতে অন্যদেরকেও তার সাথে যোগ দিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ফলে আসামীগণও তার উপর প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে। বিগত কয়েক দিন তাদের মধ্যে এই ধরণের উত্তেজনা চলমান থাকাবস্থায় ঘটনার দিন পূর্ব হতে ওৎ পেতে থাকা উক্ত আসামীগণ মন্ডল প্লাজা, চরপাড়া চৌধুরী ক্লিনিকের গলিতে ডিসিস্ট শরীফকে একা পেয়ে অতর্কিতে তার উপর হামলা করে এবং উপর্যুপুরি ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করে। তাকে স্থানীয় জনগণ দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।###