You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি শরীফ সরকারের গোয়াতলা শসার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে হামলা ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদারের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাকনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান রিপনের ভাতিজা শরিফ সরকারকে সম্প্রতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচন করা হয়। এরই জেরে রাতে আব্দুল খালেক তালুকদার সমর্থিত উজ্জল মন্ডল, বছির মন্ডল, সাকিব, ইয়াসিনের নেতৃত্ব শতাধিক লোক দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে শসার বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ও বসতবাড়িতে হামলা এবং ৮ থেকে ১০টি মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় ছাত্রলীগের সভাপতি শরিফ সরকারের সমর্থিত ৪ কর্মী আহত হয়। তবে আব্দুল খালেক তালুকদারের দাবি প্রথমে সাবেক চেয়ারম্যানের সমর্থকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করলে তারা প্রতিহত করেন। তবে তারা কাউকে আক্রমন করেননি।
তারাকান্দা থানার ওসি জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে ময়মনসিংহ সদর থেকেও পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে । পুলিশ সময় মতো ঘটনাস্থলে না পৌছালে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো।