You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়ি, মাদকব্যবসায়ীসহ ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মাদক উদ্ধার করা হয়েছে
এসআই(নিঃ) মোঃ তাইজুল ইসলাম কোতোয়ালী থানা এলাকার পন ঘাগড়া এলাকা হতে বখাটে, উশৃঙ্খল যুবক পিতার অভিযোগের ভিত্তিতে মামলার আসামী পনঘাগড়ার মোঃ পারভেজ(২৮),কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার খাগডহর ঘুন্টি বাজারস্থ হোসাইন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে হতে মাদক ব্যবসায়ী জেল রোড, কাশর, মোঃ আজম (৩০) নান্দাইলের কপালহর, মাজহারুল ইসলাম অপু(২৩), কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ০.৫(শূন্য দশমিক পাঁচ)গ্রাম, মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার)টাকা এবং নগদ ২৫০০/-টাকাসহ ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) দিদার আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চরনিলক্ষীয়া বেপারীপাড়া সাকিনস্থ ধৃত ০১নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম (২৫) এর শয়ন ঘর হতে মাদক ব্যবসায়ী চর নিলিক্ষীয়া বেপারীপাড়ামোঃ জাহাঙ্গীর আলম (২৫),ও মোঃ আবুল বাশার(৩৪), কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে মোট ০১(এক)কেজি ৯০০(নয়শত)গ্রাম গাঁজা, মোট মূল্য ৭৬,০০০/-(ছিয়াত্তর হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম অভিযান চালিয়ে ঢাকা বাইপাস মোড়ে মাইক্রো স্ট্যান্ড হতে নারী ও শিশু আইনের ১০ ধারায় অপরাধে আসামী নান্দাইল, পূর্ব রাজাবাড়িয়ার মানিক ফকির (৪৫), কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) রাশেদুল ইসলাম অভিযান চালিয়ে কোতোয়ালী আর কে মিশন রোডস্থ ৩৬ বাড়ী কলোনী হতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে মাসকান্দা গনসার মোড়ের রাসেল মিয়া(২৫), লাল চাঁন (২২)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ কামাল হোসেন অভিযান চালিয়ে গলগন্ডা বটতলা মোড় হতে জুয়া খেলার অপরাধে -উস্তা খালপাড়া, দাপুনিয়ার মোঃ কামাল হোসেন (৪০), ।শষ্যমালার, আঃ আজিজ (৩৮) খাগডহর শ্রী মন্টু চন্দ্র সরকার (৩৯), কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে নগদ ১৮০/- (একশত আশি) টাকা, জুয়া খেলায় ব্যবহৃত ৪৫টি তাস উদ্ধার করা হয়।
এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা অত্র থানাধীন চর ঈশ্বরদিয়া নামাপাড়াস্থ জনৈক ইদ্রিস সরকারের পতিত জমি হতে জুয়া খেলার অপরাধে ৮জনকে গ্রেফতার করা হয়। আসামীরা হলেন চর ঈশ্বরদিয়া খালপাড় মোঃ জুয়েল (৩৮), মোঃ টিটু (৩৫), চর ঈশ্বরদিয়া কান্দাপাড়া, আবু তালেব (৩০), মোঃ কাজল (২৫), মোঃ ডিবু (৩৬) শম্ভুগঞ্জ সবজিপাড়ার,মোঃ মোশারফ (৩৩), চর লক্ষীপুরের, আলমগীর (২৪), , ও মোশারফ হোসেন (৩৫) এবং তাদের নিকট হতে নগদ ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা যার মধ্যে ৫০/-টাকার নোট ০৬টি, ২০/-টাকার নোট ১০টি, ১০/- টাকার নোট ২৫টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২ (বায়ান্ন) টি তাস উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ)আবুল কাশেম ০১টি জিআর সাজা এবং এসআই(নিঃ) আশিকুলহাসান ০১টি সিআর সাজা সহ এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিনসহ অত্র থানার অফিসার ০৩টি জিআর বডি তামিল করেন। জিআর সাজা পরোয়ানায় মোঃ রতন মিয়া, সিআর সাজা পরোয়ানা মোঃ এবাদুল হক, , স্বত্ত্বাধিকারী-মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজ শম্ভুগঞ্জ বাজার, জিআর পরোয়ানায় রায়তুল হোসেন জিহাদ, সাং-আকুয়া মোড়লপাড়া হাবুন বেপারী মোড়, হানিফ মিয়া, সাং-আকুয়া গরুর খোয়ার, আনিসুল হক আনিস-আকুয়া বোর্ড ঘর, ময়মনসিংহ।
গ্রেফতারকৃত প্রতেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।