স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মাদক উদ্ধার করা হয়েছে
এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার বড় বাজার রোডস্থ মদিনা ট্রেডার্স এর সামনে হতে ২৫০(দুইশত পঞ্চাশ)গ্রাম গাঁজা, মূল্য অনুমান ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা মাদক ব্যবসায়ী চর ঈশ্বরদিয়ার (জামাল কমিশনারের বাড়ীর পাশে) মিন্টু মিয়া (৪৫), কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আকুয়া ভাঙ্গাপুল হতে অপহরন মামলার আসামী আকুয়া উত্তরপাড়া, সাতঘড়িয়া পাড়ার নিশাত (২২),কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) হাবিুবর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া মোড় এলাকা হতে চুরি মামলায় সন্দিগ্দ আসামী নেত্রকোনা সদরের হরগাতির শহীদ (৪২)কে গ্রেফতার করেন। এসআই (নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকা হতে নিয়মিত মামলার আসামী ভালুকা, সাতেংগার, কামরুল ইসলাম (৩৬), ও সুরুজ মিয়া (৫০)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে এঅভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়ার পুরোহিত পাড়াস্থ আব্দুল্লাহ এন্টারপ্রাইজ (সিমেন্টের) দোকানের সামনে হতে দস্যুতার চেষ্টার অপরাধে আসামী সাং-৭৬/এ বাঘমারা রোড় (হিরো মিয়ার গলি),মোঃ লিমন (৩৫)কে ১ টি কালো রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত RFL ব্রান্ডের স্টীলের চাকু যাহার একপাশে ধারালো এবং যাহা প্লাস্টিকের বাট সহ দৈর্ঘ্য ৯.৫(সাড়ে নয়) ইঞ্চি এবং বাট ছাড়া ধারালো অংশের দৈর্ঘ্য ৫(পাচঁ) ইঞ্চি যার
গায়ে বাংলায় আরএফএল ও ইংরেজিতে RFL লেখা ও ০১টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নি) নিরুপম নাগ এবং এএসআই(নিঃ)সুজন চন্দ্র সাহা অত্র থানা এলাকায় অঅভিযান চালিয়ে কোতোয়ালী থানার একই ব্যক্তির নামে ২টি জিআর বডি তামিল করেন। তিনি হলেন টিক্কা পাড়া, বাইলেন কালিবাড়ী কবরখানা সোহেল মিয়া, উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট আছে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।