তারাকান্দায় গাড়ি চাপায় মা-মেয়ে নিহত

তারাকান্দায় গাড়ি চাপায় মা-মেয়ে নিহত

April 20, 2022 96 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রূপচন্দ্রপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মা-মেয়ে নিহত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আব্দুর রহমানের স্ত্রী হ্যাপী আক্তার (৩৮) ও তার মেয়ে রেহেনা আক্তার (৩)। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিজ বাড়ি থেকে মেয়েকে নিয়ে রাস্তার বিপরীত পাশে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন হ্যাপী আক্তার। সেই বাড়ি থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক