বিএমটিভি নিউজ ডেস্কঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয় বাউবি পরিচালিত এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগামের ২য় ব্যাচ, ২য় সেমিস্টার ও ১ম ব্যাচ, ৩য় সেমিস্টার পরীক্ষা-২০২০ (টার্ম: ২০২) আগামী ১৩ মে ২০২২ থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিটের পরামর্শ দেয়া যাচ্ছে। www.bou.ac.bd খবর প্রেস বিজ্ঞপ্তির