ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির ইফতার মাহফিলে হামলা, ভাংচুর

ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির ইফতার মাহফিলে হামলা, ভাংচুর

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির ইফতার মাহফিলে হামলার অভিযোগ উঠেছে যুবলীগের বিরুদ্ধে। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, পৌর এলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতারের আয়োজন করে উপজেলা বিএনপি। বিকেলে যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে করেন। মিছিলটি চরনিখলা উচ্চ বিদ্যালয়ে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে ইফতারের আয়োজন করা হয়। তবে, গতরাতে পুলিশ আমাদের কোনো প্যান্ডেল না করার জন্য বলেন। বিকেলে কিছু চেয়ার বসিয়ে ইফতারের আয়োজন করা হয়। এসময় স্থানীয় যুবলীগের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি মিছিল এসে আমাদের ওপর হামলা চালায়। তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেন। পাথরের আঘাতে আমাদের পাঁচ কর্মী আহত হয়েছেন।’

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন বলেন, ‘ইফতার মাহফিলের নামে বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিলেন। এর প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি চরনিখলা উচ্চ বিদ্যালয় এলাকায় যেতেই বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল মারে। পরে বিষয়টি অন্যরকম হয়ে যায়।’