সদ্যবিদায়ী চেয়ারম্যানরাই জেলা পরিষদের প্রশাসক
April 27, 2022
226
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ সদ্যবিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বুধবার দুপুরে মন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানান।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, স্ব স্ব জেলা পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষদ গঠন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এর আগে গত ১৭ ই এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।