You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ত্রিশালে লাউগাছ উপড়ে ফেলায় ভাইকে হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বুধবার (২৭ এপ্রিল) ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-ত্রিশাল উপজেলার রায়মনি এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে আ. লতিফ এবং তার স্ত্রী মোছা. শেফালী বেগম।
দুপুরে র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রাড়িতে চলাফেরার রাস্তা নিয়ে ভাই আ. মতিনের সঙ্গে বিরোধ চলছিল আ. লতিফের। গত ১৭ এপ্রিল লতিফ ওই রাস্তায় লাউ চাষ করেন। ওইদিন সন্ধ্যার দিকে মতিন লাউগাছ উপড়ে ফেলতে গেলে পেছন থেকে লতিফ ও তার স্ত্রী পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
র্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ত্রিশাল থানায় মামলা করেন। গ্রেফতার দুজনকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।