You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মাদকও উদ্ধার করা হয়েছে।
এসআই(নিঃ)রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চরপাড়া এলাকা হইতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্আ সামী হিসাবে মোঃ সাজ্জাদ(২২), পিতা-আঃ খালেক, সাং-কালীবাড়ীর চর, ফারুক মিয়া ওরফেআজিজুল(১৯), পিতা-মৃতঃ আব্দুল মজিদ, সাং-চুরখাই বেতকান্দা, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চরপাড়া এলাকা হতে যৌনপীড়ন করার অপরাধে ফয়সাল আহম্মেদ রিগান(২৮), পিতা-আঃ আজিজ, সাং-চরপাড়া কপিক্ষেত, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চর আনন্দিপুর এলাকার জনৈক কালু মিয়ার বাড়ির সামনে রসুলপুর থেকে বড়বিলা বাজারগামী পাকা রাস্তার ওপর হতে দস্যুতা গ্রহনের অপরাধে আসামী সুজন মিয়া (২৪), পিতা-মৃত আঃ রশিদ, সাং-চর কালীবাড়ি, এনামুল ইসলাম (২৭), পিতা-মৃত আব্দুল খালেক, সাং-চর হরিপুর, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করাহয়। আসামীদ্বয়ের নিকট হইতে ১। একটি প্লাস্টিকের কালো ও স্টীল রংয়ের রিভলবার সদৃশ খেলনা লাইটার, যার দৈর্ঘ্য অনুমান ১৮ সেন্টিমিটার, যাহার গায়ে ইংরেজীতে খোঁদাই করা W R MADE IN CHINA S.M 0.6:1.357 লেখা আছে, ও একটি বাদামী রংয়ের রিভলবার সদৃশ খেলনা লাইটার এর কভার, যাহাতে স্টীলের হুক ও ক্লিপ রয়েছে, একটি কালো ও বেগুনি রংয়ের itel এন্ড্রোয়েড মোবাইল ফোন, যাহা লক করা এবং একটি কালো প্লাস্টিকের হাতলযুক্ত স্টীলের চাকু, যার দৈর্ঘ্য প্লাস্টিকের কভারসহ অনুমান ২২ সেঃ মিঃ, যাহার স্টীলের অংশেইংরেজীতে gin jan STAINLESS STEEL লেখা বিদ্যমান, যাহার একপাশ ধাঁরালো উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর কালীবাড়ী রোডস্থ পাটগুদাম দুলদুল ক্যাম্প বিবাদী রাকিবুল হাসান রাজিব (২৫)এর বসত ঘর হতে মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান রাজিব(২৫), পিতামৃত-মনসুর আলী, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে ১০০(একশত )গ্রাম গাঁজা, মূল্য অনুমান ২,০০০/-(দুই হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) অসীম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন শম্ভুগঞ্জ পরানগঞ্জ গামী রাস্তায় শম্ভুগঞ্জ সবজিপাড়াস্থ ভাই ভাই নাসারীর সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। জাহাঙ্গীর মীর (৩৫), পিতা-হারুনুর রশিদ মীর, সাং-শম্ভুগঞ্জ চামড়া বাজার, বাবুল মেম্বারের বাড়ীর পিছনে, মিজানুর রহমান (৩৭), পিতামৃত-নূরুল ইসলাম ফরাজী, সাং-আলালপুর পূর্বপাড়া, বটগাছ তলা, উভয় থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের নিকট হতে মোট ১৬ (ষোল) পিস ইয়াবা ট্যাবলেট, মোট ওজন ১.৬(এক দশমিক ছয়)গ্রাম, মোট মূল্য অনুমান ৮,০০০/-(আট হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর বলাশপুর মরাখলা সিংহ মার্কা গেইটের পাশে পাকা রাস্তার উপর হতে স্থানীয় লোকজনদের সহায়তায় ছিনতাইকারী কাওসার(২৫), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-বলাশপুরপালপাড়া, রওনক(২২), পিতামৃতঃ ছোট্ট বাবু, সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া, উভয় থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মঞ্জুরুল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম ব্রীজ মোড় পাকা রাস্তার উপর হতে পুলিশ আইনের৩৪ ধারায় আসামী জামাল মিয়া (৩৫), পিতা-জমসেদ আলী, সাং-পন ঘাগড়া, থানা- কোতায়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মেহেদী হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম দুলদুল ক্যাম্প হতে মাদক ব্যবসায়ী মাহবুব(৪৮), পিতামৃতঃ আততাব উদ্দিন, সাং-রঘুরামপুর পূর্বপাড়া, ৩৩নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতর করা হয়। আসামী নিকট হতে ১০০(একশত)গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ২,০০০/- (দুই হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর ঝাপারকান্দা সাকিন হতে ধর্ষন মামলার আসামী বকুল সর্দার (৪০), পিতা-নূরু সর্দার ওরফে সর্দার, সাং-ঝাপারকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নি) কুমোদলাল দাস ০১টি সাজা সিআর বডি এবং এএসআই রেজাউল করিম এবং সাইফুল ইসলাম-২ ০২টি জিআর বডি তামিল করেন।
সিআর (সাজা) গ্রেফতারী পরোয়ানায় নূরুল ইসলাম, পিতামৃত-আব্দুল হেকিম, সাং-ছনধরা, থানা-ফুলপুর, এপি/সাং-চৌরাঙ্গী মোড় মসজিদের উত্তর পাশ্বের্র ফার্মেসী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ জিআর গ্রেফতারী পরোয়ানায় কামরুল (২২), পিতা-মোঃ কদম আলী, সাং-বৈঠামারী, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ কামরুল (২২), পিতা-মোঃ কদম আলী, সাং-বৈঠামারী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।