You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (২৯ এপ্রিল) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এক বছরের জন্য গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ইমরান সিদ্দিকী প্রান্তর, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম খান লিমন, আবু রায়হান মিথুন, হুমায়ুন আহমেদ শোভন ও তাজরিন আক্তার কথা, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হায়দার মিফতা, ইশরাত জাহান রিজা, সজীব চন্দ্র সরকার ও তানজিনা শিকদার প্রিয়া, সাংগঠনিক সম্পাদক নিলয় মজুমদার, দিপক হালদার, শেখ রুমি মেহেদি জয়, তমাল আহমেদ আনন্দ, মো. মুশফিকুর রহমান ও আসাদুজ্জামান পিয়াল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদ খান মিলন।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বর বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় এবং এ বছরের ১৪ জানুয়ারি পদপ্রত্যাশী ৭২ জন নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।