বাকৃবি ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রিয়াদ ও সাধারণ সম্পাদক মেহেদী

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এক বছরের জন্য গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ইমরান সিদ্দিকী প্রান্তর, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম খান লিমন, আবু রায়হান মিথুন, হুমায়ুন আহমেদ শোভন ও তাজরিন আক্তার কথা, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হায়দার মিফতা, ইশরাত জাহান রিজা, সজীব চন্দ্র সরকার ও তানজিনা শিকদার প্রিয়া, সাংগঠনিক সম্পাদক নিলয় মজুমদার, দিপক হালদার, শেখ রুমি মেহেদি জয়, তমাল আহমেদ আনন্দ, মো. মুশফিকুর রহমান ও আসাদুজ্জামান পিয়াল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদ খান মিলন।

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় এবং এ বছরের ১৪ জানুয়ারি পদপ্রত্যাশী ৭২ জন নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার