You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক নেত্রকোনা-৩ আসনের ৪ বারের এমপি, প্রবীণ আওয়ামী লীগ নেতা, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির একাধিক বার নিবাচিত সভাপতি এডভোকেট এম জুবেদ আলী আর নেই। আজ দুপুর ১২টার দিকে ময়মনসিংহ শহরের নেক্সাস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহ রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী অ্যাডভোকেট এম.জুবেদ আলী তাঁর কর্মময় জীবনে একজন সরকারি চাকুরে , শিক্ষক, ময়মনসিংহ পৌরসভার ওয়ার্ড কমিশনার, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্যসহ চারবারের সাংসদ, বঙ্গবন্ধুর নেতৃত্বে জেলা গভর্নর, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি,সৈয়দ নজরুল ইসলাম কলেজর প্রতিষ্ঠাকলাীন আহবায়ক, ময়মনসিংহ বারের ৮ বার সভাপতি ও অবিসংবাদিত আইনজীবী নেতা – সবকিছু ছাড়িয়ে সাধারণ জনগণ ও আইনজীবিদের হ্নদয়ে একজন দেশপ্রেমিক নির্লোভ নিরহংকার নির্মোহ ব্যক্তিত্ব হিসেবে সদ্যপ্রয়াত এম.জুবেদ আলী স্যার আজীবন বেঁচে থাকবেন।