ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৩

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৩

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩জনকে গ্রেফতার করে পুলিশ।
এসআই(নিঃ) দিদার আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম মোড়স্থ জয়বাংলা চত্ত্বর এর সামনে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের উপর সিএনজি স্ট্যান্ডে হইতে দস্যুতা করার অপরাধে আসামী মোঃ সাজ্জাদ মিয়া ওরফে এন্ট্রি সাজ্জাদ(২৫), পিতা-মোঃ লিটন মিয়া ওরফে পুইটা লিটন, সাং-পাটগুদাম আটানী পুকুরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এব আসামীর নিকট হতে ০১টি স্টীলের তৈরি কালো রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত ধারালো চাকু, যাহা লম্বা ৮.৫ ইঞ্চি, বাট ছাড়া লম্বা ৪.৫ ইঞ্চি, ০১টি কালো রংয়েরTECNO স্মার্ট মোবাইল সেট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপরহতে দস্যুতার চেষ্টা গ্রহনের অপরাধে আসামী অনিক চৌধুরী (১৯), পিতা-রনজিত চৌধুরী সাং-পাটগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতেএকটি স্টীলের বাটযুক্ত ফোল্ডিং সুইজ গিয়ার (চাকু), যার এক পাশ ধাঁরালো, যাহার বাটের এক পাশে খোদাই করা বাঘের ছবি বিদ্যমান, যার সুইজ অকেজো, যাহার বাটসহ লম্বা অনুমান ২৬ সেন্টিমিটার উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া এলাকা হতে চুরি পুরাতন
মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে খোকন মিয়া (১৯), পিতামৃত-কাদির বেগ, সাং-আকুয়াভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LATEST POSTS