স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ত্রিশালে চলন্ত বাসের জানালা দিয়ে ছিটকে রাস্তায় পড়ে তানিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মে) সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের সাইদুল শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা তানজিম পরিবহন নামের একটি বাস উপজেলার নুরুর দোকান এলাকায় পৌঁছালে এর চাকা ফেটে যায়। এতে ওই বাসের জানালা দিয়ে শিশু তানিম ছিটকে বাইরে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ত্রিশাল থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।