স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৯জনকে গ্রেফতার করে পুলিশ।
এসআই (নিঃ) মোঃ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর আকুয়া বাইলেন এলাকা হতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে আর.কে মিশন রোড, তুষার (২০), আকুয়া চৌরঙ্গীর মোড়, সরদারবাড়ীর আলমগীর (৪০) কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর সুতিয়াখালী এলাকা হতে নিয়মিত মামলার আসামী সুতিয়াখালীর (তনু হাজীর বাড়ী) জয়নাল আবেদীন(৩৬)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় হতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্দ আসামী হিসাবে আকুয়া ভাঙ্গাপুল রুবেল মিয়া(২৫), চকছত্রপুর (বাকৃবি করিম ভবনের পিছনে) হৃদয়(২৫)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চর কালীবাড়ী এলাকা হতে নিয়মিত মামলার আসামী চর কালীবাড়ীর জাহাঙ্গীর(২৫)কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই আবুল কাশেম ০১টি সাজা জিআর, এএসআই আল আমিন ০১টি জিআর, এএসআই হুমায়ুন ০১টি সিআর বডি তামিল করেন। জিআর সাজা বডি ০১জন বেগুনবাড়ীর, রেখা ওরফে তমা, সিআর বডি ০১জন ১৭/১৬৮ আবাসন, বলাশপুর, মোঃ ওয়াহেদুল ইসলাম, জিআর বডি ০১জন বলাশপুর মরাখলা বাজারের,মোঃ মামুন(২৮)।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।