You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে অলি উল্লাহ্ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক একই গ্রামের আব্দুস ছোবানের ছেলে।
জানা যায়, উপজেলার দাতারাটিয়া গ্রামের আব্দুস ছোবানের ছেলে অলি উল্লাহ্ বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমায়। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি জঙ্গলে পড়নের শার্ট পেঁচিয়ে একটি গাছের সাথে ঝুঁলে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পরিবার ও পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তবে কি কারনে অলি উল্লাহ্ ফাঁসিতে ঝুঁলে মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।